আহাদ, সিলেট–বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের আন্তর্জাতিক উপ কমিটির প্রধান সমন্বযক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বারেক মিয়া (এম কম ফিন্যান্স ঢাকা বিশ্ববিদ্যালয়)।
আব্দুল বারেক মিয়া নিউজিল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান অষ্ট্রেলিয়া বিএনপি নেতা।
২৮ সেপ্টেম্বর সোমবার রাতে প্রচার দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
এতে বলা হয়, “ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বারেক মিয়া (এম কম ফিন্যান্স ঢাকা বিশ্ববিদ্যালয়) কে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তক্রমে আন্তর্জাতিক উপ কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তিতে, প্রচার দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রচার দলের নব নির্বাচিত আন্তর্জাতিক উপ কমিটির প্রধান সমন্বয়ক জনাব আব্দুল বারেক মিয়ার সর্বাঙ্গীন মঙ্গল ও সফলতা কামনা করেন।