যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য গন পদযাত্রা কর্মসূচীর জোন-২ এর প্রাক প্রস্তুতি সভা বার্মিংহামে অনুষ্ঠিত ।
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবীতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিতব্য গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক জোন ২ এর প্রাক প্রস্তুতি সভা সোমবার ১৭ জুলাই বার্মিংহামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এম এ মালিক , প্রধান বক্তা হিসেবে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ । যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যরিষ্টার আব্দুল মাজিদ তাহেরের পরিচালনায় এবং যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মুশাহিদ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
জোন ২ এর প্রাক প্রস্তুতি সভার প্রধান সমন্বয়ক মুজিবুর রহমান মুজিব (সহ সভাপতি, যুক্তরাজ্য বিএনপি) ,আব্দুল মুকিত (সহ সভাপতি, যুক্তরাজ্য বিএনপি), কাজী ইকবাল হোসেন দেলোয়ার(সহ সভাপতি , যুক্তরাজ্য বিএনপি ) ,সুজাতুর রেজা (যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি), আজমল চৌধুরী জাবেদ (যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি),আব্দুল বাসিত বাদশাহ (সহ সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি), তৈয়বুর রহমান হুমায়ুন ( সাংগঠনিক সম্পাদক , যুক্তরাজ্য বিএনপি ) , ফিরোজ চৌধুরী ( উপদেষ্টা , যুক্তরাজ্য বিএনপি ),কাজী আনগুর মিয়া( উপদেষ্টা ,যুক্তরাজ্য বিএনপি) ,আবু তাহের চৌধুরী( উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপি) , মোহম্মদ মঈনুল ইসলাম ( সহ প্রচার সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি ) , আবুল হোসেন ( সাধারণ সম্পাদক , যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল) । এছাড়াও জোন ২ এর বিপুল সংখ্যাক নেতা কর্মী অংশ নেন ।