আল জাজিরার তথ্যচিত্র মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি বিএনপি’র চ্যালেঞ্জ
আল জাজিরার তথ্যচিত্র মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপি নেতারা। আজ সোমবার চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির তিন বছরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
এতে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, আল জাজিরার তথ্যচিত্রে যা প্রকাশ করা হয়েছে-তা সরকারের সীমাহীন দুর্নীতির প্রমাণ।
বিএনপি নেতারা বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। তাকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে নামার বিকল্প নেই বলে মনে করেন নেতারা।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিনই পুরান ঢাকার বকশীবাজারের আদালত থেকে কারাগারে পাঠানো হয় তাঁকে। গেল বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে কারাগার থেকে নিজ বাসায় যান খালেদা জিয়া। তবে মুক্তি মিলেনি, থাকতে হচ্ছে গৃহবন্দি।